
লিয়েন এর অধিকার প্রয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাদি বিদ্যামান থাকা দরকার :
১. যে সম্পত্তির উপর লিয়েন এর অধিকার প্রয়োগ করা হবে তা ক্রেডিটরের দখলে থাকতে হবে ।
২. সম্পত্তির দখলকারীর নিকট সম্পত্তির মালিকের আইন সংগতভাবে বৈধ পাওনা (ঋণ) থাকতে হবে।
৩. বিপরীত কোন চুক্তি থাকবে না, থাকলে লিয়েন কার্যকর হবে না।
0 মন্তব্যসমূহ