Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যাংক মূলধন এর কাজ (Functions of Bank Capital) কী?

চিরাচরিত কর্পোরেট ফিন্যান্স দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায় মূলধন পরিচালনাগত এবং অস্বাভাবকি ক্ষতির হাত থেকে সুরক্ষা প্রদান করার মাধ্যমে সফলতা অর্জনে সহায়তা কওে এবং ব্যর্থ হওয়ার ঝুঁকি কমায়। এই ধারনা আর্থিক প্রতিষ্ঠান বহির্ভূত কোম্পানির জন্য প্রযোজ্য হলেও এটি বাণিজ্যিক ব্যাংকের জন্য তেমন প্রযোজ্য নয়। 

নিয়ন্ত্রণকারীর দৃষ্টিকোণ থেকে ব্যাংক মূলধন ব্যাংক ব্যর্থতার সময় গ্রাহকের আমানতকৃত তহবিলের বিমা প্রদান করে। যখন একটি ব্যাংক ব্যর্থ হয় তখন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিমাকৃত আমানতকারীদের টাকা পরিশোধ করতে মুলধন এর ব্যবহার করে। আবার অনেক সময় যখন একটি শক্তিশালী ব্যাংককে ঐ ব্যর্থ ব্যাংককে কিনতে হয় তখন মুলধন ভিত্তি ব্যাংকটির দায় পরিশোধ এর ক্ষমতা নির্দেশ করে সিদ্ধান্ত গহন সহজ করে। ব্যাংকের মূলধন যত বেশী হবে একত্রীকরণ ব্যবস্থা করার খরচ তত কম হবে এবং আমানতকারীদেরকে তাদের অর্থ পরিশোধ করা যাবে। ব্যাংক মূলধনের কাজ হলো ব্যাংক ঝুঁকি হ্রাস করা। 

ব্যাংক মূলধনের নিয়ন্ত্রণকারীর দৃষ্টিকোণ থেকে যে সব কাজ রয়েছে তা হলো:


ব্যাংক মূলধন ক্ষতি পোষাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করেঃ

দুর্যোগ, ব্যবসায়িক ক্ষতি এবং অনির্দিষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি যেমন: কু-ঋণ, প্রাকৃতিক দুর্যোগ, কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার, তহবিল তছরূপের কারণে মূলধনের যে ঘাটতি দেখা দেয় তার বিপক্ষে প্রতিরক্ষা মূলক ব্যবস্থা হিসেবে ব্যাংক মূলধন কাজ করে।

আর্থিক বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করেঃ

পর্যাপ্ত ব্যাংক মূলধন আর্থিক বাজারে সহজে প্রবেশাধিকারের মাধ্যমে পরিচালনগত সমস্যা হ্রাস করে। যতক্ষণ পর্যন্ত ব্যাংকের মূলধন নিয়ন্ত্রণ কারী মূলধন অপেক্ষা বেশী হয় ততক্ষন ব্যাংক স্বাভাবিক ভাবে চলতে থাকে এবং ক্ষতি পুষিয়ে নিয়ে মুনাফা অর্জন করে সম্প্রসারণ পর্যায়ে যেতে পারে।

গ্রাহকের আস্থা অর্জনঃ

পর্যাপ্ত ব্যাংক মূলধন গ্রাহকের মাঝে আস্থা সৃষ্টি করে এবং এটি আমানতকারী এবং পাওনাদারদের আশ্বাস দেয় যে তাদের তহবিল নিরাপদ।

দায় পরিশোধের ক্ষমতা নির্দেশঃ

ব্যাংক মূলধন একটি ব্যাংকের তার দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে৷

ব্যাংকের যাবতীয় ঝুঁকি হ্রাসঃ

ব্যাংক মূলধন অপ্রত্যাশিত ঝুঁকি এবং ক্ষতি থেকে ব্যাংকের সুরক্ষা হিসাবে কাজ করে। ব্যাংকের যাবতীয় খরচ ও ক্ষয়ক্ষতি পুষিয়ে মুনাফা অর্জনে সহায়তা করে। মুনাফা সংরক্ষিত আয় হিসেবে রেখে মূলধন বৃদ্ধি করা সম্ভব যা ব্যাংকের যাবতীয় ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।

ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণঃ

এটি ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের জন্য বা কোনো সম্পদ সংগ্রহের জন্য তহবিল প্রদান করে।

তারল্য সংকট সহজে মোকাবিলাঃ

ব্যাংক মুলধন প্রতিষ্ঠানের আর্থিক কুশনের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, যখন অনেক ঋণগ্রহীতা হঠাৎ করে তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, তখন ব্যাংক তার আমানতকারীদের অর্থ ফেরত দিতে চাপে পড়ে এবং তারল্য সংকটে ভোগে। যদি ব্যাংক মুলধনের ভিত্তি শক্ত থাকে, তবে এটি তারল্য সংকট খুব সহজেই মোকাবিলা করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ